মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে পাড়া মহল্লায় সচেতনতা তৈরি করতে ঢাকার দোহার উপজেলার দুবলি বাজারে মাদক, ইভটিজিং ও যৌতুক বিরোধী আলোচনা সভা করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখা।
দুবলি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে শনিবার বিকাল ৩টায় আলোচনা সভা শুরু হয়। এসময় বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পল্লব। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ইন্তাজি, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, নজরুল মোড়ল, রাহিম কমিশনার, মোস্তফা কামাল, রাশেদ খন্দকার, ডা. মোশাররফ, মাওলানা হারুনুর রশীদ, আজম খান প্রমুখ।