মোঃহযরত আলী,দৌলতপুর থেকে : কুষ্টিয়ার দৌলতপুরে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ । পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিম পাড়ায় বাঁশ বাগানের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে । পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জন মাদক ব্যাবসায়ী এক প্যাকেট গাঁজা ফেলে কৌশলে পালিয়ে যায়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পি পি এম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস.আই শরিফুল ইসলাম সঙ্গিয় অফিসার এস.আই সাইফুল ইসলাম ও এ.এস.আই আসাদুল ইসলাম (তেকালাক্যাম্প ইন্চার্জ) উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিম পাড়ায় বাঁশ বাগানের মধ্যে অভিযান চালিয়ে ২ কেজি ৪০০ গাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ১৪ তাং১০/০৩/১৮।