উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলে ডিবি পুলিশের অভিযানে মেয়েদের নামে ফে’ইক খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল গ্রেফতার-১: নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ডিবি একটি দল সাইবার অ’পরাধী সুমন বিশ্বাস (২২) নামে এক তরুণকে আটক করেছে। সুমনকে গ্রেফতার করতে ডিবি পুলিশকে সার্বিক সহায়তা করে নড়াইল সাইবার টিনস। নড়াইলের কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রাম থেকে সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসা থেকে ২টি মোবাইল ও একটি কম্পিউটার জ’ব্দ করা হয়। নড়াইল জেলা ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলী জানান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)কে অবগত করে নড়াইলের সাইবার টিনস। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, স‚ত্রে জানা যায়, অভিযুক্ত সুমন নড়াইলের বিভিন্ন তরু’ণীদের বিভিন্ন ফাঁ’দে ফেলে প্রেমের অভিনয় করতো। বিয়ের প্রলো’ভন দেখিয়ে জোরপ‚র্বক শারী’রিক স’ম্পর্কে জড়ানোর অভিযোগ পাওয়া যায় তার বিরু’দ্ধে। অভিযোগে উঠে আসে তরু’ণীদের ন’গ্ন ছবি তুলে তাদের পরিবারকে নিয়মিত ব্লা’কমেইল করে আসছিল ছেলেটি। এবং সে মেয়েদের নামে ফে’ইক একাউন্ট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল করে। ছেলেটি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র । উলেখ্য, দিবাগত রাত ১১ঃ৪৬ মিনিটে কলেজ পড়ুয়া এক কিশোরী সাইবার বু’লিং এর শিকার হয়ে সাইবার টিনস অ্যাপে অভি’যোগ করে। অভিযোগ পাওয়া মাত্রই প্রাথমিক তদন্ত করে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম (বার) কে অবগত করে নড়াইলের সাইবার টিনস। সাইবার টিনস অ্যাপে অভিযোগ করার ১২ ঘণ্টারও কম সময়ে সাইবার অপরা’ধী সুমনকে গ্রেফতার করা হয়। অপরাধীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ভু’ক্তভো’গীর পরিবার। এছাড়াও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।