সুমন চক্রবর্তী,মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ- ৮৯যশোর ৫ মণিরামপুর আসনে আওয়ামীলীগের নৌকার প্রতিক নিয়ে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এস,এম ইউনুস আকবর নতুন বছরের শুরু থেকেই মণিরামপুরের বিভিন্ন এলাকায় মতবিনিময় ও প্রচারণা চালাচ্ছেনন।তিনি মণিরামপুরের কুলটিয়া এলাকার সুজতপুর,লখাইডাঙ্গা,হাজিরহাট সহ কাশিমনগর,কালারহাট বিভিন্ন স্থানে চায়ের দোকানে মতবিনিময় করছেন।এবং জনগণের উদ্দেশ্যে বলছেন, আমি আগামী নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মনোনয়ন প্রত্যাশী,সকলের কাছে দোয়া প্রাথী।যদি আমি মনোনয়ন পাই তাহলে মণিরামপুরে সার্বিক উন্নয়নের চেষ্টা করব।পাকিস্তানি এজেন্টদের মণিরামপুর থেকে বের করব ইনশাল্লাহ্।আপনারা পাশে থাকলে আমি অবশ্যই মনোনয়ন পাবো।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হাজারো মানুষ বীর মুক্তিযোদ্ধা ইউনুস আকবরকে প্রচারণা চালিয়ে যেতে বলছেন এবং মনোনয়ন পেলে তাকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করাবেন বলে অঙ্গিকার করেছে