ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সম্পন্ন। শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে উপজেলার নারিশা বাজার মোড়ে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন ও শেষে বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা সম্পন্ন হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেঘুলা মাদ্রাসার ইমাম মোয়াজ্জেম হোসাইন, খড়িয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আবু বকর আবুল হাসান, হাফেজ মাওলানা নাজমুছ সাকিব, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, নারিশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শিবলু প্রমুখ। এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কট করা ও নবীর অপমানে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহবান জানান।
আলোচনা সভার যৌথভাবে সঞ্চালনা করেন নারিশা ইব্রাহিমিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক ও সাতভিটা এমদাদিয়া দো’তলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাইনুল ইসলাম মাহিন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আশিকুর রহমান, নজরুল ইসলাম, সাইফ আযাদ প্রেম, মো. রাশেদুল ইসলাম, শেখ তুহিন, মাহিম হোসেন প্রমুখ। এছাড়া দোহার উপজেলার ওলামা মাশায়েখ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।