নাঙ্গলকোট প্রতিনিধিঃ- নাঙ্গলকোট উপজেলার প্রাণ কেদ্র নাঙ্গলকোট পৌর শহরের সংযোগস্থল লাকসাম- চৌদ্দগ্রাম- নাঙ্গলকোট পৌর বাজার এবং টি এন্ডটি রোড সংলগ্ন চৌরাস্তার মোড়ে অবস্থিত শতবর্ষী বটগাছটি নাঙ্গঁলকোটের ঐতিহ্যে পরিণত হয়েছে। নাঙ্গলকোটের বটতলা নামক স্থানটি এখন এ অঞ্চলের একটি চিন্থিত স্থান। তাছাড়া উপজেলা সদরে অবস্থিত এ বটগাছটি একদিকে যেমন পরিবেশ রক্ষায় বিশাল ভূমিকা রাখছে, অন্যদিকে সৌন্দর্য্য বৃদ্ধিতে রয়েছে এর অনন্য ভূমিকা। এ গাছটিকে কেন্দ্র করে বটতলা স্থানটি উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের ঠিকানায় পরিণত হয়। কিন্তু সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে গাছটি কেটে ফেলা হচ্ছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, নাঙ্গলকোটে সদরের চিহিৃত স্থানের গাছটি না কেটে ও সড়ক উন্নয়নের কাজ করা যেত। কিন্তু তা রক্ষা করা হচ্ছেনা।
এ বিষয়ে উপজেলা পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির পক্ষ থেকে অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদার, অধ্যাপিকা শাহানা ফেরদৌস কলি, অধ্যাপক জাকির হোসেন ভ’ঁইয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন করেছেন। পৌর প্রকৌশলী সাইফুর রহমান বলেন-বটগাছের সাথে আমার উন্নয়ন কাজের সম্পর্ক নেই। এব্যাপারে পৌর মেয়র আবদুল মালেক বিদেশে অবস্থান করায় তার বক্তব্য সম্ভব নেয়া সম্ভব হয়নি। পৌর সভার প্যানেল মেয়র মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বলেন আমি ব্যাপারে অবগত নই