নাঙ্গলকোট প্রতিনিধি:- নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ অধ্যক্ষ আবু ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, কেন্দ্রীয় আওয়ামী প্রচারলীগের সাধারণ সম্পাদক মজিবুল হক চৌধুরী বাদল, সমাজসেবক মীর জহিরুল ইসলাম শাকিল, পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম রাজু, পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হেদায়েতুন নাহার। অনুষ্ঠান শেষ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের এবং শ্রেষ্ঠ অভিভাবকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন-মাষ্টার সাইফুল্লাহ।