বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন শনিবার সকালে বাঙ্গড্ডা ফাজিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও ফেনী জেলা সাবেক আমীর এ কে এম শামসুদ্দিন। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম।
রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা আমীর হারুনুর রশিদ, সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা সাবেক আমীর আব্দুল করিম প্রমুখ।
রুকন সম্মেলনে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার ২৩৮ জন রুকন গোপন ব্যালটে কেন্দ্রীয় আমীর নির্বাচনের জন্য ভোট প্রদান করেন।










