
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল হোসেন চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, নাঙ্গলকোট উপজেলা আ’লীগ যুব ও ক্রিড়া সম্পদক অহিদুর রহমান, রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, আ’লীগ নেতা শাহজাহান, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক পেয়ার আহম্মদ, বটতলী সভাপতি লোকমান হোসেন, জোড্ডা পশ্চিম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাতবাড়িয়া সাধারন সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন, মক্রবপুর সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম, আদ্রা দক্ষিণ সহসভাপতি মাস্টার খলিলুর রহমান, ঢালুয়া ইউনিয়ন যুগ্ম আহবায়ক আহসান মেম্বার, উপজেলা স্বেচ্ছোসেবকলীগ সদস্য সচিব ইলিয়াছ মিয়া শাহিন প্রমুখ।