জামাল উদ্দিন স্বপন:- কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকার হরিপুরে হাজী আবু তাহের-সাফিয়া টাওয়ারের মালিক জালাল উদ্দিন বাবুলের মেয়ে জামিলা আক্তার প্রিয়ার ১০ম জন্মদিন গতকাল রাত ৮টায় নিজ বাসায় পালিত হয়। কেক কাটা, খাবারের আয়োজনে অংশ নেন বাসার নীচতলায় ব্যুরো অফিসের কর্মকর্তারা, ২য় তলার রবি অফিস, নীচতলায় বাইতুন নুর মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ সব ভাড়াটিয়ারা। এতে দোয়াও মুনাজাত পরিচালনা করেন পাটোয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুন্নবী রহমানী। প্রিয়া নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। সে উপজেলা প্রশাসনসহ নানান অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে ভূমিকা রেখেছে ইতিমধ্যে।
Please follow and like us: