
কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি মাস্টার রফিকুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর রায়কোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, কলেজ গভর্নিং বডির সদস্য আবু হানিফ বিএসসি, শাহ জালাল মোল্লা, শাহজাহান মজুমদার, লোকমান হোসেন মজুমদার, নুরুল আলম, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন দুলাল,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ শাখার শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।