নাঙ্গলকোট প্রতিনিধিঃ- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার সাজানো রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা বিএনপি কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম নুরুল আফছার নয়ন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা অহিদুল ইসলাম, পৌরসভা যুবদল সভাপতি মাহবুবুল আলম সিজার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌরসভা যুবদল নেতা নুরুল আফছার সজল, নাছির উদ্দিন, শাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।
এদিকে, উপজেলার মক্রবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মক্রবপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহআলম, যুবদল আহবায়ক আলমগীর হোসেন মোল্লা, যুবদল নেতা খোকন, ছাত্রদল নেতা সাগর, শাহাদাত, মজিব, শাহাদাত মোল্লা, নয়ন প্রমুখ। এছাড়া উপজেলার ১৬টি ইউনিয়নে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।