৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২৫, ০২:৪২ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোমবার (৩০ জুন) কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে ওই ছাত্রী বাদি হয়ে আতিকুল হাসান অনি নামে একজনকে আসামি করে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ঢালুয়া ইউনিয়নের মঘুয়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিতা স্কুলছাত্রী পাশ্ববর্তী মন্নারা আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ধর্ষক স্থানীয় মন্নারা বাজারের ব্যবসায়ী ও মঘুয়া গ্রামের হেলাল উদ্দিন বাবুলের ছেলে আতিকুল হাসান অনি (২২)।

মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) ওই ছাত্রী পরিক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফেরার পর খাওয়া-দাওয়া করে নিজের বসতঘরে ঘুমিয়ে যায়। এসময় পাশ্ববর্তী বাড়ির হেলাল উদ্দিন বাবুলের ছেলে আতিকুল হাসান অনি তার ঘরের দরজা খোলে তাকে একা পেয়ে তার শরীরে থাকা ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর মা বাজার থেকে ফিরে আসছে বুঝতে পেরে অনি পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই ছাত্রীকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী বলেন, ‘আমি ঘরে শুয়ে ছিলাম, অনি জোর করে আমার শরীর থেকে ওড়না নিয়ে আমার মুখ বেঁধে আমাকে ধর্ষণ করে। আমি এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই’।

ধর্ষিতার মা বলেন, ঘটনার দিন মেয়েকে বাড়িতে একা রেখে আমি বাজারে যাই, ফিরে এসে দেখতে পাই বাড়ির গেইটের ভেতর থেকে বন্ধ করা। পরে আমি অন্য উপায়ে বাড়িতে প্রবেশ করে দেখি অনি দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং আমার মেয়ে উলঙ্গ অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে।

অভিযোগের বিষয় জানতে অনির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নাই। তবে অনির মা রুজিনা বেগম বলেন, ‘আমার ছেলে ধর্ষণ করে নাই, মেয়ের হাত ধরে টানাটানি করছে শুধু’।

স্থানীয় জাবেদ হোসেন সাগর বলেন, এই ধর্ষণের বিষয়টি আমরা এলাকাবাসী সবাই জানি, আমরা সুষ্ঠু বিচার চাই।

ঢালুয়া ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মাহফুজুর রহমান বলেন, এই ঘটনা সমাধানের জন্য আমরা কয়েক দফা বসার চেষ্টা করেছি, একটি পক্ষ আমাদেরকে মানতেছে না, তবে আমরা কালকে (শুক্রবার) এর মধ্যে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, এই ঘটনায় আদালতে মামলা হয়েছে বলে জানতে পেরেছি, আমাদের কাছে তদন্ত আসলে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।দৈনিক যুগান্তর থেকে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET