না ছোঁয়ার আফসোস
ইমরান খান রাজ
তোমারে চেয়েও চাইলাম না
কাছাকাছি পেয়েও যেনো পাইলাম না !
আক্ষেপ, আবেগ, অপারগতা কিংবা
নেই কোন অজুহাতের সংশ্লিষ্টতা।
এই আফসোস শুধু তোমার জন্য
যা-তুমি করে যাবে অনন্তকাল ধরে।
আমাকে না-পাওয়ার আফসোস
আমাকে না-ছোঁয়ার আফসোস।
যেটা হবার নয়, সেটাই হয়েছে !
নাহ! বস্তুত যেটা হবার তা-ই হয়েছে।
Please follow and like us: