উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মডেল ডিবি পুলিশের একটি টিম রাতে অভিযানে একশো গ্রাম গাজাসহ হাসেম আলী ৪৮ নামে এক জনকে গ্রেফতার করে। সে বাঘারপাড়া এলাকার মুকিম আলীর ছেলে। মডেল ডিবি পুলিশ সুএে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিত্বে এস আই জামারত এর নেতৃতে, এস সোহেল¡ কনেস্টেবল মোঃ আজাদ হোসাইন,সোহাগ হোসেন, টিটু কে নিয়ে অভিযান চালিয়ে নড়াইলের সেষ সিমানা চাচড়া গ্রাম থেকে তার কাছে থাকা ১শো গ্রাম গাজাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারের তার কাছ থেকে ১শো গ্রাম উদ্ধার করে। নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, সে ভ্রাম্যমানভাবে বাঘারপাড়া এলাকা থেকে গাজা এনে নড়াইলে সাপ্লাই দিতো।এ ব্যাপারে এবিষয়ে উপ পরিদর্শক,আমিনুজ্জামান আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মাদক ব্যাবসায়ী এবং মাদক সেবি কাওকে ছাড় দেওয়া হবে না। নড়াইলকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সমাজের সুধী মহলসহ সাংবাদিকদের সার্বিক সহেযাগিতা কামনা করেছেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।