উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলের জেলার শুক্তগ্রাম বাজার থেকে বিকালে দুই ইয়াবা ব্যাবসায়ীকে ১০০পিচ ইয়াবাসহ নড়াইলের কালিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।একই জেলার নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ওমর আলী সরদারের ছেলে আনু সরদার(৩০)নিকট থেকে ৬০পিচ ইয়াবা ও নড়াগাতী থানার মাউলী গ্রামের মান্নান শেখের ছেলে ভুট্ট শেখ (২৯)এর নিকট থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের দু’জনকে আসামী করে কালিয়া থানায় মাদবদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) যার নম্বর-০১ তারিখ ০১.০২.১৮। এ অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ মো.শমসের আলী,এসআই শীমুল দাশ ও এসআই অখিল চন্দ্র । এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে নড়াইলের কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হবে।