
এই প্রথম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেংগুলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৪ জন শিক্ষার্থী ইবতেদায়ী শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ বৃত্তি লাভ করেছে।
উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হতে ২০১৯ সালে ইবতেদায়ী শিক্ষা পরীক্ষায় ৩৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে ট্যালেন্টপুলে ৩জন এবং সাধারণ ১১জনসহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন (ট্যাল্টেলপুলে) মো. রাকিব মিয়া, মো. আব্দুর রহমান পারভেজ, মোছা. লাবুনী আক্তার, (সাধারণ) মো. শাহ জালাল মন্ডল, মো. শ্রাবন ইসলাম, মো. মেহেদী হাসান, মো. রিপন মিয়া, মো. নাজমুল হুদা, ওমর সানী, মোছা. আয়শা সিদ্দিকা, মোছা. মনিরা আক্তার, মোছা. সাবিহা আক্তার, মোছা. মাফি আক্তার মিম ও মোছা. রুজিনা আক্তার। মাদ্রাসার পরিচালক আনছার আলী ও সভাপতি আলহাজ¦ আব্দুল কুদ্দুস তারা ডাক্তার বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য অভিনন্দন জ্ঞাপনসহ দো’আ কামনা করেন। সেইসাথে মাদ্রাসার সাফল্য ধরে রাখতে প্রশাসনসহ অত্রালাকার সকলের সু-দৃষ্টি কামনা করেন।