১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার ফিরে আসার নজির নাই-জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম




পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার ফিরে আসার নজির নাই-জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৫, ১৯:৪৩ | 620 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মু. আবদুল হালিম বলেছেন, গত ১৫ বছরে আ’লীগ আলেম ওলামাকে নির্যাতন, গুম, খুনসহ মামলা দিয়ে পুরো দেশকে জিম্মি করে রেখেছিল। মুখে গণতন্ত্র বললেও তারা মুলত গণতন্ত্র অবরুদ্ধ রেখেছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচার আ’লীগ সরকারের পতন হয়েছে। তাদের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এর মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামী ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করতে চায়। এ বাংলাদেশ হবে সব নাগরিকের বাংলাদেশ। জামায়াতের কাছেই হিন্দু, মুসলিম ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিরাপদ থাকবে। একটি কথা সকলের মনে রাখতে হবে, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার ফিরে আসার নজির নাই।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, জনগণ ভোট দেয়ার সময় এসেছে। তাই, প্রয়োজনীয় সংস্কার দেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল করতে হবে। তিনি শনিবার(৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। স্থানীয় গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা মেডিকেল সেন্টারের পরিচালক ডা: ফজলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ড: জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম,  উপজেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসাইন মজুমদার,
শিবিরের কুমিল্লা জেলা পুর্বের বর্তমান সভাপতি মহিউদ্দিন রনি, হাজী মরণ আলী ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান মোত্তালিব, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এএনএম আবু তাহের, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আবু ইউসুফ। শ্রীপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন ও ওয়ার্ড জামায়াতের সভাপতি এস এম খোরশেদ আলমের যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে ময়নামতি শিল্পীগোষ্ঠী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET