৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২৪০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ




প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২৪০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২১, ১৫:১৮ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ৩৯টি গ্রাম, জগন্নাথ ইউনিয়নের ৩টি গ্রাম ও কনকাপৈত ইউনিয়নের ১টি গ্রামের গরীব ও অসহায় ২৪০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে ‘প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন’। করোনাকালিন সময়ে গরীব ও অসহায় মানুষের পাশে অনুদান নিয়ে এগিয়ে এসে মানবিকতার নজির স্থাপন করেছে সংগঠনটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে চিওড়া বাজারে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সাহেদ মজুমদার, সহ-সাংগঠনিক আলা উদ্দিন, মানবাধিকার সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া রাসেল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জাল হোসেন রাফু, কোষাধ্যক্ষ আব্দুল আল মামুন, সহ-কোষাধ্যক্ষ আবদুল কাদের শরীফ, প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সম্রাট হোসেন সৈকত, মোঃ জাহিদ, সাকিব হোসেন, মোঃ রিহান, মোঃ মনির, মোঃ আতিক, মোঃ ফারহান, মোঃ শুভ, মোঃ পিয়াস, মোঃ সাগর প্রমুখ।
প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সাহেদ মজুমদার বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় দেশে লকডাউন চলছে। লকডাউনের ফলে শ্রমিকদের হাতে কাজ নেই। তারা প্রায় অসহায় হয়ে পড়েছে। তাই এলাকার সাধারণ দিনমজুর ও শ্রমিকদের পাশে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা সবাই পাশে আছি ও থাকব’।
উদ্বোধনের পরে প্রত্যেক পরিবারকে বস্তাভর্তি ৫ কেজি চাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা বুট, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মুড়ি, ১ কেজি বুটের ডাল, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি চিনি ও ২ প্যাকেট লাচ্ছা সেমাই গাড়ি যোগে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়। বাড়িতে থেকেই দিনমজুর ও অসহায় পরিবারের সদস্যরা ইফতার সামগ্রী পেয়ে প্রবাসীদের প্রতি দোয়া ও প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে সুষ্ঠুভাবে গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৌদিআরব প্রবাসী মোঃ মাঈন উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সৌদিআরব প্রবাসী কাজী আবদুল খালেক হিরু ও সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী আরাফাত আবদুল কাউছার মাইকেল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET