গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর বড়বাড়ি নাম হট্ট মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ২দিন ব্যাপি কির্ত্তন অনুষ্ঠিত হচ্ছে।ফরিদপুর বড়বাড়ি নাম হট্ট মন্দির এর উদ্যেগে এই মহানাম কির্ত্তন আয়োজন করে থাকে।হিন্দু সম্প্রাদায়ের হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এ মন্দিরে,এছাড়া কির্ত্তন চলাকালিন প্রসাদ বিতরন করা হয়।সভাপতি বিকাশ সরকার এর সহযোগিতায় এ নাম সংকির্ত্তন আয়োজন করা হয়েছে।
Please follow and like us: