১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ফুলবাড়ীতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন




ফুলবাড়ীতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২৫, ০২:৪৭ | 650 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোবাবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকার ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর হোসেন উপজেলার বেতদিঘী ইউনিয়নের হরগোবিন্দপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি মালঞ্চা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরি করতেন। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।
স্থানীয়দের বরাতদিয়ে পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে মোটরসাইরেকল যোগে ফুলবাড়ী থেকে মাদিলাহাট অভিমুখে যাওয়ার পথে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পেট্রোল পাম্পের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মাদিলাহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাগর হোসেন এর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীসহ ট্রাক্টরের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়দের ধারনা ঘনকুয়াশার কারনে এ ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে, আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET