১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ফুলবাড়ীতে ট্রাক চাপায় এক ভ্যানযাত্রী নিহত,ট্রাকসহ চালক ও সহযোগী আটক




ফুলবাড়ীতে ট্রাক চাপায় এক ভ্যানযাত্রী নিহত,ট্রাকসহ চালক ও সহযোগী আটক

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২৩, ২১:১৭ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে শাখাওয়াত হোসেন (৫৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
সোমবার  সন্ধ্যা ছয় টায় পৌরশহরের  মন্ত্রী মার্কেটের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন, উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর ঘাটপাড়া গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে।
এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ট্রাকের চালক রুবেল হোসেন (৩৫) ও সহযোগী (হেলপার) রাশেদ বাবু (২৫)কে আটক করেছে থানা পুলিশ।
আটক ট্রাক চালক রুবেল হোসেন  দিনাজপুর মালিগ্রাম গোদাগাড়ী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে এবং সহোযোগী(হেলপার) রাশেদ বাবু  একই এলাকার আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শাখাওয়াত হোসেন একটি রক্সা-ভ্যানের যাত্রী ছিল, পৌরশহরের  মন্ত্রী মার্কেটের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান রাস্তা পারাপারের সময় একটি নছিমন (শ্যালো চালিত ভটভটি)  রিক্সা-ভ্যানটিকে ধাক্কা দিলে ওই ভ্যানের যাত্রী শাখাওয়াত হোসেন রাস্তায়  ছিটকে  পড়ে  যায়,এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-২০-৫১১০) ভুট্রা বোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়।  স্থানীয়রা শাখাওয়াত হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাক সহ চলক ও সহযোগীকে আটক করলেও ভটভটি গাড়ীটি পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET