দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন বাস যাত্রী নিহত হয়েছে, একই ঘটনায় আহত হয়েছে ১৪জন বাসযাত্রী।
শুক্রবার ভোর রাতে উপজেলার ভিমলপুর মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এ রিপোর্ট (দুপুর ১২টা) লেখা পর্যন্ত নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দু-জন যাত্রীর অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা নওশিন পরিবহন (ঢাকা মেট্রো-১৫-২১১৪) যাত্রীবাহী বাসটি ভিমলপুর মোড়ে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়। এঘটনায় একজন বাস যাত্রী নিহত হয়, তার পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ঘটনা নিশ্চিত করে জানায়, স্থানীয় ও দমকল বাহিনীর উদ্ধার কর্মিরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল তদন্ত করা হয়েছে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us: