
দিনাজপুরের ফুলবাড়ীতে রেল লাইনের যন্ত্রাংশ চুরি করার সময় জোবায়ের হোসেন (২৩) নামে এক লোহা চোরকে হাতে-নাতে আটক করেছে রেলওয়ের প্রকৌশল বিভাগের রেল কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ১০ টায় ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের সন্নিকটে রেল লাইনের ৩৬৩ থেকে ৩৬৯ কিলোমিটারের ৩০৮ নং রেল ব্রীজের নিকট থেকে ধৃত চোর জোবায়ের হোসেনকে আটক করা হয়।
আটক জোবায়ের হোসেন ফুলবাড়ী ষ্টেশন পাড়ার হাফেজ রোস্তম আলীর ছেলে।
আটক জোবায়ের হোসেনর নিকট থেকে ও তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ভাঙড়ীর দোকান থেকে১১টা ইআরসি প্যান্ডেল ক্লিপ ও ৭টি কভার বক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী শেখ আল আমিন বলেন ওই স্থানে ৩৭২টি প্যান্ডেল ক্লিপ ও কভার বক্স চুরি হয়েছে, এতে রেল দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। সেই চুরি যাওয়া রেল মেরামত করতে এসে ধৃতচোরকে হাতে-নাতে আটক করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফকরুল ইসলাম বলেন ধৃত আসামীসহ তিন জনের নাম উল্লেখ করে অঙ্গাত আরো অনেক চোরকে আসামী করে মামলা দায়ের হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
Please follow and like us: