মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুর ফুলবাড়ী উপজেলার একমাত্র বাদ্যযন্ত্র কারিগর ও উত্তরাঞ্চলে প্রক্ষাত তবলা বাদক স্বপন দাস গতাকাল বিকেল ৩টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়ষ ছিলো ৪৮ বছর।
এই গুনি তবলা বাদক ও বাদ্যযন্ত্র করিগর স্বপন দাস এর অকাল মৃত্যুতে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক,ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতে মোঃ হারুন-উর-রশীদ,ড্রিমসোলস্, ব্যান্ডের গায়ক মোঃ নাজমুল হাসান রতন,দাস মিউজিকের পরিচালক আমিনুল ইসলাম, আমরা ক‘জন শিল্পগোষ্ঠির নজরুল ইসলাম মজু, স্বাত্বাধিকারী বাপ্পি দাস,টাইটানিক শিল্পগোষ্ঠসহ বিবিন্ন সংগঠনের সংগীত শিল্পী,কলা কৌশলীরা। মৃত্যুকালে তিনি স্ত্রী ১পুত্র ১ কন্যা রেখে যান।