দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস।
শনিবার মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বেদিতে পুষ্পার্ন অর্পণ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে পতাকা উত্তোলন, কুচ-কাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় মহান স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় পতাকা মঞ্চে উপস্থিত থেকে মার্চ-ফাষ্ট সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম।
মার্চ-ফাষ্ট শেষে সরকারী কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।