
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী কলেজের উদ্যোগে এবং রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষাথীদের সহায়তায় হ্যান্ড স্যানিটাইজার তৈরী ও বিতরণ করা হয়েছে।
সরকারী কলেজ সূত্রে জানা যায়,সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এজন্য হ্যান্ড স্যানিটাইজারের সংকট তৈরি হয়েছে,দামও তুলনামূলক বেড়েছে। সেকারনে ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে সহযোগিতা করতে।
সারা দেশের শিক্ষা ক্যাডারদের উদ্যোগে বিভিন্ন সরকারি কলেজের রসায়ন বিভাগের ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ বৃহস্পতিবার দিনাজপুর ফুলবাড়ী সরকারী কলেজের রসায়ন বিভাগের ৩০জন শিক্ষার্থী ও ৬জন শিক্ষকের সহায়তায় এবং অধ্যক্ষ প্রফেসর নজমুল হক এর তত্বাবধায়নে দিনব্যাপি ৩শ ৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। ইতিমধ্যে তারা তিনশত পঞ্চাশ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে, উপজেলা প্রশাসন,থানা পুলিশ,হাসপাতাল ও সাংবাদিক,রিক্সা-ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিতরণ করেছেন।
ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নজমুল হক জানান, সরকারী কলেজের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রক্রিয়া অব্যাহত রয়েছে । এজন্য তিনি কলেজের শিক্ষার্থী, রসায়ন বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,সকল শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় এই মুহূর্তে অতি জরুরী এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা সম্ভব হয়েছে।