
বগুড়ায় মাইক্রোবাস চাপায় মামুনুর রশিদ(৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার(৫ ডিসেম্বর)সকাল ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মামুনুর রশিদ নওগাঁর বদলগাছী উপজেলার আরজি পাঁচঘরিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার মাঝিড়া সেনা নিবাসে কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মামুনুর রশিদ নওগাঁর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল মাঝিড়া সেনানিবাসে যাচ্ছিলেন। দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এ সময় ওই মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী নিহত সেনা সদস্যের নাম পরিচয় জানিয়ে বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটকে অভিযান চলছে।।
|
Please follow and like us: