
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় গলায় ফাঁস দিয়ে ৩৭তম বিসিএসের এক নারী আনসার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তার নাম রোমানা ইয়াসমিন (৩০)। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়। বাবার নাম মোহাম্মদ নুরুন্নবী। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Please follow and like us: