
বগুড়ার শেরপুরে বিশালপুর আঞ্চলিক সড়কে ভটভটিচাপায় সদেব চন্দ্র (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার(২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নাইশিমুল পশ্চিমপাড়া রাণীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সদেব উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর গ্রামের মৃত মৃদ চন্দ্রর ছেলে।
জানা যায়, সদেব ব্যক্তিগত কাজে রাণীরহাট যাচ্ছিলেন। নাইশিমুল পশ্চিমপাড়া পৌঁছালে একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভটভটির চালক পালিয়ে গেছে তবে ভটভটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।।
Please follow and like us: