
২৮ ফেব্রুয়ারী (রবিবার) দুপুর ১টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জন কর্মকার (৩২) বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশেকোলা কামারপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের বাঘোপাড়া বাজার এলাকায় একটি মটর গ্যারেজে ট্রাকের মেরামত কাজ চলছিল। সেখানে কর্মরত রং মিস্ত্রি লিটন আজ দুপুর ১টার দিকে গ্যারেজে কেউ না থাকার সুযোগে শখের বসে ট্রাক চালাতে যায়। তিনি ট্রাক চালিয়ে গ্যারেজ থেকে বের করার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি মহাসড়কের পার্শ্বে একটি কর্মকারের দোকান ঘরে চাপা দিয়ে পার্শ্বের ইউক্যালিপটাস বাগানে ঢুকে গাছের সাথে আটকে যায়। এতে ট্রাকচাপায় দোকানে কর্মরত রঞ্জন কর্মকার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পরই রং মিস্ত্রি লিটন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রঞ্জন কর্মকারের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
Please follow and like us: