রাজশাহীর বাগমারায় পান বরজে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুস্কৃতীকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে বারো’টার দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের সাঁইধারা গ্রামে এ ঘটনা ঘটে করেছে।
এরআগে গত সোমবার দিনগত রাতে একই পান বরজে আগুন দেয়া হয়েছিল।
ক্ষতিগ্রস্ত পানচাষী আব্দুল জলিল পাইক জানান, পূর্ব শত্রুতার জেরে চিহ্নিত একটি পক্ষ দীর্ঘ দিন শত্রুতা করে আসছে। তারাই এ কাজ করেছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি করা আছে।
সূত্র জানায়, সোমবার আগুন দেয়ার সময় পানচাষীর স্ত্রী বরজের উত্তর দিকে পানের পরিচর্যা করছিলেন। শুক্রবার গ্রামের জনৈক ছবিরন নামে এক মহিলা পান বরজের পাশ দিয়ে যাবার সময় আগুন দেখতে পান। তার ডাক চিৎকারে পথচারী ও গ্রামবাসী মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ হওয়ায়, বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত রক্ষা পেয়েছেন পান চাষি। এ ঘটনায় পান চাষীদের মধ্যে আতংক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিল পাইক জানান, এতে তাঁর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম হোসেনের দুষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, একজন এসেছিলেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।