বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের আফরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ ফজর মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খাইরুল আজাদ আরজু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাওলাদার বাসারাত হোসেন, আবু জমাদ্দার, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, বদরুল আলম, বাপ্পি আহমেদ বাবু, বিএনপি নেতা সোহেল রানা, মোল্লা আব্দুল হান্নান, মোল্লা আব্দুস সালাম, শেখ ফরিদ হোসেন খান বাদশা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুবদল নেতা গাজী মিজানুর রহমান মিন্টু এবং মৎস্যজীবী দলনেতা শেখ আসাদুজ্জামান। আলোচনা সভা দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
Please follow and like us: