
বাগেরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা সদরের খানপুর ইউনিয়নের কাছারি বাড়ি মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিঃ এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা শেখ মইনুদ্দিন আহমেদ ময়েন, নিয়াজ হোসেন শৈবাল, নার্গিস আক্তার লুনা সহ ক্রীড়াপ্রেমী স্থানীয় জনতা।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বাগেরহাট জেলা শাখার সভাপতি ফকির তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহণ করেন খানপুর ইয়ং স্পোর্টিং ক্লাব বনাম ষাটগম্বুজ ইউনিয়নের এস এস আর ইয়ং স্পোর্টিং ক্লাব। চরম প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনামূলক খেলায় খানপুর ইয়ং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেন ষাট গম্বুজ ইউনিয়নের এস এস আর ইয়ং স্পোর্টিং ক্লাব।
Please follow and like us: