বাগেরহাট জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৪কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করেছে। এ সময় দুই কারবারিকে আটক করে তারা। আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কাপালির মেট (বুড়ির ডাঙ্গা) এলাকার জালাল জামাদ্দারের ছেলে মোহাম্মদ শফিকুল জমাদ্দার (৩৫) এবং মোড়লগঞ্জের ফুলহাতা এলাকার হাকিম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার (৫০)। সোমবার ৯ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব রায়।
বিপ্লব রায় আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৮ডিসেম্বর রাতে রামপাল উপজেলার কাটামারি গ্রাম সংলগ্ন লিংকন কবিরাজের মুদি দোকানের সামনে রাস্তার উপর থেকে সন্দেহজনক অবস্থায় দুই ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের হাতে থাকা কালো ও ব্লু কালারের দুইটি ট্রাভেল ব্যাগ তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ টুটুল হোসেন বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদককান্ডে কাউকে স্যার নয়। মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছেন বলেও জানান জেলা গোয়েন্দা শাখার এই কর্মকর্তা
Please follow and like us: