জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পহেলা সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১ টায় বাগেরহাটে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে দলটি। এর আগে সকাল দশটায় বাগেরহাট জেলা বিএনপি অফিস (থানার মোড়) এর সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিএনপি নেতৃবৃন্দ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও শেখ মুজিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, মনজুর মোরশেদ স্বপন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, সরদার অহিদুল ইসলাম পল্টু, মনিরুল হক ফরাজী, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, ডাক্তার আব্দুর রহমান, হাফিজুর রহমান তুহিন। উপস্থিত ছিলেন মোঃ এস্কেন্দার হোসেন, ফকির তারিকুল ইসলাম, সর্দার লিয়াকত আলী, খাদেম নিয়ামুল নাসির আলাপ, মাহবুবুর রহমান টুটুল, শেখ মইনুদ্দিন আহম্মেদ, নিয়াজ হোসেন শৈবাল, সিকদার হারুন আল রশিদ, শাহিদা আক্তার, মোঃ কামরুজ্জামান, আইয়ুব আলী মোল্লা বাবু, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, মনিরুজ্জামান সোহাগ, শেখ জিল্লুর রহমান, হারুন শেখ, ইমরান খান সবুজ, আলী সাদ্দাম দ্বীপসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম রহমান বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের কোটি কোটি জনতা স্বৈরাচারমুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছে। যা এনে দিয়েছে এ দেশের ছাত্র জনতা। সামনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগঠনের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বিএনপি’র মধ্যে সন্ত্রাসী ও বিশৃংখলাকারীদের কোন জায়গা নেই। যেই বিশৃঙ্খলা করবেন আর যার বিরুদ্ধে অভিযোগ আসবে তদন্ত করে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। এই দেশ এবং এদেশের মানুষের জন্য তিনি ভাবতেন। তিনি এদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন। দেশের শত্রু ও ষড়যন্ত্রকারীরা তাকে বাঁচতে দেয়নি, তাকে হত্যা করেছে। আপসহীন জননেত্রী খালেদা জিয়ার প্রতি নির্মম নির্যাতন চালিয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন। আপনারা প্রস্তুত হন। গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
Please follow and like us: