বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি স্বাধীন মোল্লাাসহ ১১ জনকে নাশকতার একটি মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের বিচারক মোঃ মতিয়ার রহমান রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা বারোটায় এই আদেশ দেন। চিতলমারি থানার ১২৩/২৩ নং জি আর মামলার ১১ জন আসামি আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের প্রার্থনা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে সবাইকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অসীম কুমার সমাদ্দার জানান, চিতলমারি উপজেলার বারাশিয়া এলাকার মৃত বারিক শেখের ছেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা হায়দার আলী শেখ ২২ সেপ্টেম্বর’২৩ তারিখ বাদী হয়ে বিএনপি জামায়াতের ৩২ নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৪০/৪৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। এই মামলায় কয়েকজন আসামি জামিনে রয়েছেন। বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি স্বাধীন মোল্যাসহ জিয়ারুল ধূনী, মাসুক মোল্লা, পারভেজ হাওলাদার, রুবেল ধুনী, রাজু ভূইয়া, ফুলমিয়া শেখ, রাজিব শেখ, নাসির শেখ, জিন্নাত শেখ ও মানিক গাজী আজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের সবাইকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালত থেকে তাদের জামিনের ব্যবস্থা করা হবে।
Please follow and like us: