
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলের নবীন বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদ উল্লাহ মিয়াজী। প্রধান মেহমান ছিলেন ইসলামি ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখা ম্যানেজার সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাস্টার সাইফুল ইসলাম।
স্কুল পরিচালক মাস্টার এরশাদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখা সিনিয়র অফিসার মামুনুর রশিদ, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য সাইফুল ইসলাম, স্কুল শিক্ষক সাখাওয়াত হোসেন, মোজাম্মেল হক, কবি নূর হোসেন ও জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল শিক্ষা উপদেষ্টা নাজমুল হাসান রুমন, স্কুল শিক্ষক আব্দুল কাদের, আবু সালেহ জাফর, রাকিব হোসেন, হাফেজ খোরশেদ আলম, নজরুল ইসলাম, লিজা আক্তার, রাশেদা সেলিম প্রমূখ।
অনুষ্ঠান শেষে স্কুলের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এসএসসি পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন স্কুল শিক্ষক মাওলানা রবিউল হক।