১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাবা হারানো মেয়ে উর্মি জাহান অনামিকা 

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২৫, ১৯:৪৩ | 668 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাবা হারানো মেয়ে
উর্মি জাহান অনামিকা 
একটা মেয়ের চোখে এখন
একটা পাহাড় কম হয়ে গেছে,
যেখানে একদিন ছিলো এক পাহাড়,
নীরব, দৃঢ়, ভরসার মতো।
সে ছিলো ছায়া-
রোদ যখন খাঁ খাঁ করত মাটিতে,
হাত ধরে বলত, “ভয় নেই মা,
তুই পারবি, আমি আছি।
আজ সে নেই, তবুও
দেয়ালের ফ্রেমে একটা মুখ হাসে,
চোখে যেন হাজার গল্প-
না বলা, না শোনা, না ফিরে আসা।
বাবা হারানো মেয়েরা কাঁদে না সবসময়,
তারা মাঝে মাঝে আকাশ দেখে,
তাদের চোখে খেলা করে এক টুকরো মেঘ,
যেটা কেউ বোঝে না – শুধু সে বোঝে।
তারা প্রতিদিন বুকে পাথর বয়ে চলে,
আর বলে, “আমি ঠিক আছি,”
কিন্তু রাতে, একলা বিছানায়-
ভাঙা শব্দে ডাকে, “বাবা”..
তবুও, সেই মেয়েটাই দাঁড়িয়ে থাকে,
ভাঙা বুক নিয়ে গড়ে তোলে স্বপ্ন,
কারণ সে জান – তার ভিতরে বেঁচে আছো তুমি,
হে প্রিয় বাবা, চিরকাল, নীরবে, গভীর ভরসায়।
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, ব্যবস্থাপনা বিভাগ, ৪র্থ বর্ষ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET