বাবা হারানো মেয়ে
উর্মি জাহান অনামিকা
একটা মেয়ের চোখে এখন
একটা পাহাড় কম হয়ে গেছে,
যেখানে একদিন ছিলো এক পাহাড়,
নীরব, দৃঢ়, ভরসার মতো।
সে ছিলো ছায়া-
রোদ যখন খাঁ খাঁ করত মাটিতে,
হাত ধরে বলত, “ভয় নেই মা,
তুই পারবি, আমি আছি।
আজ সে নেই, তবুও
দেয়ালের ফ্রেমে একটা মুখ হাসে,
চোখে যেন হাজার গল্প-
না বলা, না শোনা, না ফিরে আসা।
বাবা হারানো মেয়েরা কাঁদে না সবসময়,
তারা মাঝে মাঝে আকাশ দেখে,
তাদের চোখে খেলা করে এক টুকরো মেঘ,
যেটা কেউ বোঝে না – শুধু সে বোঝে।
তারা প্রতিদিন বুকে পাথর বয়ে চলে,
আর বলে, “আমি ঠিক আছি,”
কিন্তু রাতে, একলা বিছানায়-
ভাঙা শব্দে ডাকে, “বাবা”..
তবুও, সেই মেয়েটাই দাঁড়িয়ে থাকে,
ভাঙা বুক নিয়ে গড়ে তোলে স্বপ্ন,
কারণ সে জান – তার ভিতরে বেঁচে আছো তুমি,
হে প্রিয় বাবা, চিরকাল, নীরবে, গভীর ভরসায়।
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, ব্যবস্থাপনা বিভাগ, ৪র্থ বর্ষ।
Please follow and like us:









