
বিপন্ন ক্যানভাস
সৈয়দ মুন্তাছির রিমন
আর ভাল্লাগেনা
জীবনের ক্যানভাসে রঙ্গিন ফানুস
কিংবা দক্ষিণ কোণে জমে থাকা
এক ফালি কালো মেঘ।
কর্পোরেট দুনিয়ার প্রতিযোগিতা
আভিজাত্যের লড়াকু মন ও মানুষিকতা,
মিথ্যে মরীচিকার পিছু ছুটতে ছুটতে
নিজের ভিতরের সেই আমি!
আজ কোথায় হারালাম?
আর ভাল্লাগেনা
কতো মানুষের অবহেলা,অপেক্ষিত ভালবাসা
কিংবা পাঞ্জাবীটা ময়লা ধূসর দেখে
বিয়ে বাড়ীতে বন্ধুর অবক্ষা।
তবে তোমরা যতটা অবহেলা করছো
ততটা অবহেলা সইবার ক্ষমতা
তোমাদের আদৌও আছে কি?
অথচ, দিনের পর দিন
তোমার অবহেলা সূচক আচরণ
সইতে সইতে ক্লান্ত হইনি।
বরং নিজেকে গুছিয়ে নিয়েছি
তোমার কি মনে হয়, এতো অবহেলা,
অবক্ষা,নিষিদ্ধ নিষ্ঠুর আচরন,
আমার সয়ে যেতে ভালো লেগেছে।
আর ভাল্লাগেনা
উঁচু উঁচু ইমারতের সাথে
মানব আত্বায় পশুর সংমিশ্রণ,
চাই না তোমার সুখের মহরত
রং চং মিথ্যে আয়োজনে নিত্য নিবেদন,
আজ অবহেলা, অপেক্ষিত কিংবা অবক্ষা
নামক কারাগারে হারিয়ে গেলাম।
আর ভাল্লাগেনা
তোমাদের নাগরিক কোলাহলে
আমি না হয় অশিক্ষিত রয়ে গেলাম।।
হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশন স্যুতে
অপেক্ষিত বুকের পাজরে সাজানো স্বপ্ন,
সাত সাগর, তেরো নদীর কাছে
আমানত রেখে দিলাম।
আর ভাল্লাগেনা
আজ কোথায় হারিয়ে গেলো
বিপন্ন কৌশর কিংবা হইহুল্লোর?
লেখকঃ সাংবাদিক ও কলামিস্ট-প্যারিস-ফ্রান্স।
Please follow and like us: