১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিষের বোতলে মধুর লেভেল মোহাম্মদ সোহরাব হোসেন

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৫, ২১:৫৮ | 645 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিষের বোতলে মধুর লেভেল
মোহাম্মদ সোহরাব হোসেন
বিষের বোতলে মধুর লেবেল লাগিয়ে
কি লাভ হবে ভাই?
তোমার ছদ্ম বেশ আর চল-চাতুরী
আমাদের বুঝার বাকী নাই।
তুমি কাদের সৃষ্টি, কোথায় বসতি
নিশিতে কাদের চবক নাও?
আবার দিনের বেলায় কাদের কাঁধে চড়ে
তুমি নদী পার হতে চাও।
ছদ্মবেশী হয়ে তুমি এতদিন ধরে
গুণ-গান গাইলা কার?
দেখছি তোমার চমৎকার অভিনয়
দেখছি মোনাজাতের কী বাহার!
কোথায় ছিলা এত বছর তুমি
তোমাকে তো দেখি নাই,
রাজপথ কাঁপিয়ে রক্ত ঝরিয়ে
কত কিছু আনলাম ছিনাই।
অধিকার আদায়ের সোচ্চার মোরা
হই না কখনো পিছপা
যখন রফদফা করে আদায় করেছি দাবী
তখন তুমি শুধু কর কা কা।
শুক্কুরে শুক্করে আট দিন হয় নাই তোমার
কত লম্বা লম্বা কথা কও
মোদের নেতার বিরুদ্ধে কথা বলার আগে
তুমি হাজার বার ভেবে নাও।
অসীম সাগর পাড়ি দিয়ে মোরা
যখন কুলে তরীটা ভিড়াই।
তখন মোদের গৌরব মোদের অর্জন
করিতে চাও ছিনতাই।
আমাদের অনুভূতি ব্যবহার করে
তোমার ভিন্ন উদ্দেশ্য ছিলো,
তোমার চল-চাতুরী আর অসৎ উদ্দেশ্য
অনেকেই জেনে গেলো ।
তোমাদের নিয়ে তোমরা ভাবো
তোমাদেরটা তোমরা কও
আমাদের সাথে ভাব জমিয়ে কেন
পরকিয়া করতে চাও?
আমাদের ভাল-মন্দ আমরা বুঝি
তোমার দরকার নাই
যত দাবী আমরা আদায় করেছি
বাকীটাও করবো আমরাই।
খেক শিয়াল গায়ে রং লাগিয়ে
যদি বনের নেতা হতে চায়
বাঘ সিংহ হাতী হরিণদের মাঝে
তাকে কী শোভা পায়?
মোদের অধিকার আদায়ের নামে
তুমি হিরো হতে চাও?
তোমার আসল পরিচয় প্রকাশের আগে
তাড়াতাড়ি পালাও।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET