কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর নতুন উপদেষ্টাদের বরণ ও বিদায়ী উপদেষ্টাদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠান হয়েছে।
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি সভাপতি আবু সুফিয়ান রাসেলের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুভিকসাস এর বিদায়ী উপদেষ্টা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ চাঁদ মিয়া। এসময় উপদেষ্টাদের সম্মাননা ক্রেস্ট প্রধান করেন সমিতির সদস্য বৃন্দ৷
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ। বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন৷
পরে কুভিকসাস নতুন উপদেষ্টা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ও গণিত বিভাগের প্রভাষক বাঁধন দাস’কে ফুল দিয়ে বরণ করেন সমিতির সদস্য বৃন্দ।
উল্লেখ্য, বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়ে ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) প্রতিষ্ঠালাভ করে। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু’জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।