
“ভিক্ষুক ও ভিখারিনী”
ভিক্ষুক ভিখারিনীকে বলে, মোদের ভালোবাসা করুণার জলে,
ভিখারিনী হেসে কয়, ভিক্ষার থলেতেই আছে মোদের জয়।
ভিক্ষুক হাতে নেয় থলে, এক হাজার পঞ্চাশ টাকা পায় খুলে,
দু’জনে ভাগাভাগি করে লয়, টাকার কাছে অনুরাগের পরাজয়!!
পরের দিন সকালে এসে বসে, একজন আরেকজনের পাশে,
ভিখারিনী ভিক্ষুককে বুঝায়, পেট ভরা থাকলে টান সুখ পায়।
ভিক্ষাজীবী তাকিয়ে দেখে, ভিখারিনীর দু’চোখের জল পড়ছে কপোল ঘেঁষে,
পিরিতের জ্বালা এ ধরা’য়, বুঝতে পারা যায় না যে ক্ষুধায়!
ভিখারী বলে হে ভিখারিনী, এ জনমে আমরা নই কারো কাছে ঋণী,
সৃষ্টিকর্তা করেছে আতুর, করেনি ধনী কিংবা দিন মজুর।
বিধাতা অধিক বুদ্ধিমান ও জ্ঞানী, ফলে করেছে তোমায় অভাগিনী,
তাই বলে তুমি নও আমার পর, আমি মন থেকে হতে চাই তোমার বর।
প্রীতি বোঝানোর সামর্থ্য মোদের কম, তাই বলে নই মোরা অধম!
ভেবো না, কষ্ট হয়তো পোহাতে হবে, স্নেহ-মমতা আমাদেরও আছে এ ভবে।
আমরাও মানুষ হতে পারে অল্প দম, কিন্তু ধ্বংস করিনা কারো সম্ভ্রম,
ওহে ভিখারিনী প্রেম আমাদেরই রবে, টাকায় আবৃত প্রণয় যাবে ডুবে!!
লেখক: মোঃ আদিল মাহমুদ।