মোহাম্মদ আশরাফুল( প্রতিনিধি):বগুড়ার ধুনটে মনন সাহিত্য
সংগঠনের ৭৬ তম পাক্ষিক অধিবেশন শুক্রবার বিকেলে ধুনট
শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনের
সভাপতি ছিলেন – ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
জনাব মোঃ সেজাব উদ্দীন ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন – আমিনা মনসুর ডিগ্রি কলেজ, কাজিপুরের বাংলা বিভাগের
সহকারী অধ্যাপক জনাব আব্দুল জলিল (বিশিষ্ট কবি, সাংবাদিক,
গীতিকার, সুরকার, শিল্পী ও অভিনেতা )। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন – ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মশিউর রহমান ।
সংগঠনের সাধারন সম্পাদক প্রভাষক রাজিবুজ্জামান রাজিবের
সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের
সভাপতি মোকলেছুর রহমান আরজু, ধুনট সরকারি বিশ্ববিদ্যালয়
কলেজের সাবেক স্টাফ জনাব এস এম সোলায়মান – সেজাব উদ্দীন,
সানজিদা নাসরিন, ময়নুল হাসান, আপেল মাহমুদ, সজীব কুমার ঘোষ,
এনামুল হক, ইসরাত জাহান রিফা, আব্দুল মান্নান, ফরমান আলী
বাবু, সারোয়ার হোসেন বৈদ্দ্যিবুরো, জিয়াউল হক ও এস এম রবিউল
হাসান ।
প্রধান অতিথি বলেন, ‘আমাদের সময় এসেছে সুষ্ঠু সাহিত্যিক
আন্দোলনের মাধ্যমে সমাজের নানা অনাচার দূর করে মানবিক
বাংলাদেশ গড়ার। একাজে সমাজের মানবিক গুণাবলী সম্পন্ন
,মানুষের সংখ্যা বাড়াতে কাজ করে যেতে হবে।’ এসময় প্রধান
অতিথি সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।