মোঃমশিয়ার রহমান টিংকু(মহেশপুর প্রতিনিধি):
ঝিনাইদহের মহেশপুর পৌসভার নওদাগ্রামে গত রাত আনুমানিক ২ টার সময় নিজ বাড়িতে নেশাগ্রস্ত ইমরান (২৮) তার মা মর্জিনা খাতুন (৫৫) ও নানী শামছুন্নাহার (৮০)কে কুপিয়ে হত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, চিৎকার শুনে দ্রুত ছুটে আসলে নেশাগ্রস্ত ইমরান পালিয়ে যায়। প্রতিবেশীদের সহযোগীয় তার মা ও নানীকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিলে কবর্ত্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। নিহত মর্জিনা খাতুন মহেশপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান, আমরা জানতে পেরেছি ইমরান মানুষিক ভারসাম্যহীন। সে দুইবার পাবনা মানুষিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
Please follow and like us: