ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় মাইক্রোবাসের চাপায় মোস্তফা কামাল(৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফেলে চালক পালিয়ে যায়। রোববার রাত সাড়ে ১১টায় মহাসড়কের সুয়াগাজী ট্রাফিক চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তফা কামাল রোববার রাত ১১টার সময় তাঁর সিএনজি অটোরিকশা সুয়াগাজী চৌমুহনী এলাকার একটি গ্যারেজে রেখে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস(ঢাকামেট্রো-চ-২০-২৩৮৬) তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোস্তফা কামাল নিহত হন। পরে স্থানীয়রা তাঁর পরিচয় নিশ্চিত করে লাশ বাড়িতে নিয়ে যায়।
সোমবার সকালে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার খবরটি সাংবাদিকের মাধ্যমে জেনেছি। আমি ফোর্স পাঠাচ্ছি।