ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য আমরা এর পক্ষ থেকে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলায় অবস্থিত মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাসপাতালে একটি হুইলচেয়ার দান করা হয়৷
শনিবার সকালে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে হাসপাতাল কতৃপক্ষের কাছে হুইলচেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আর খান। এসময় তিনি সামাজিক ও মানবিক কাজে সমাজের যুবকদের এগিয়ে আসার আহবান জানান।
হুইলচেয়ার হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন সাইফ আযাদ প্রেম, আশিকুর রহমান, মো. নজরুল ইসলাম, মিলন হোসেন, ইমরান খান রাজ, নাদিম মাহমুদ নবাব, বিপুল মাহমুদ, মো. মোয়াজ, তাইজুল ইসলাম প্রমুখ।
মানবতার জন্য আমরা সংগঠনের পক্ষে হুইলচেয়ার ক্রয়ে আর্থিক অনুদান প্রদান করেন সংগঠনটির উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী শামীম হোসেন ফেরদৌস।