করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে ও মাস্ক ব্যবহার করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য আমরা। মঙ্গলবার সকালে উপজেলার নারিশা বাজার এলাকায় তিন শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা বিভিন্ন গাড়ির চালক, পথচারী ও শিশুদেরকে সার্জিক্যাল মাস্ক মুখে পড়িয়ে দেয় ও বিতরণ করে। মাস্ক বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মুহম্মদ আতিকুর রহমান আতিক।
মাস্ক বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানবতার জন্য আমরা সংগঠনের উপদেষ্টা মঞ্জু মোল্লা, নারিশা বাজার বণিক সমিতির সভাপতি শেখ শাহিন, নারিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মজিদ মোড়ল, সংগঠনের সভাপতি ইমরান খান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি ও সিনেট সদস্য আশিকুর রহমান আশিক, ক্যাশিয়ার তাইজুল ইসলাম, সদস্য শাকিল নিরব, পবিত্র রাজ, মোহাম্মদ রনি, পাবেল প্রমুখ।