১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মালদ্বীপের সাগর থেকে সোমালিয়ার দুইটি অবৈধ জাহাজ সহ ২২ জন আটক




মালদ্বীপের সাগর থেকে সোমালিয়ার দুইটি অবৈধ জাহাজ সহ ২২ জন আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০১৮, ১৮:৪১ | 741 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জুয়েল খন্দকার, মালদ্বীপ প্রতিনিধি:- মালদ্বীপের কোস্টগার্ড জানায়, আজকে মালদ্বীপের কোস্ট গার্ড থা এটল  হিরলান্দহের দ্বীপ থেকে প্রায় ৭৬.৫ মাইল দূরে একটি জাহাজ আটক করেন “চটপটানা ৫৫” নামের জাহাজটি মালদ্বীপের রাজধানী মালেতে আনা হয়েছে। মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছেন যে এই জাহাজে থাইল্যান্ডের দশ জন  ক্রু সদস্যের সদস্য এবং ২০০ টন মাছ ছিল। মালদ্বীপের এমএনডিএফ ফোর্স জানায়, যে তারা সোমালিয়া থেকে থাইল্যান্ড যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়।
মালদ্বীপের দ্বিতীয় অঞ্চলে থেকে আরেকটি সোমালিয়ানের জাহাজ আটক করেন। মালদ্বীপের কোস্ট গার্ডর বাহিনী জানায়, আলিফু ধালু মেমিজিলের দ্বীপের প্রায় 8 মাইলের মধ্যে পাওয়া গেছে জাহাজটি। সোমালিয়ার জাহাজটি, গত সোমবার রাতে “চাটপটানা ৫১” নামের জাহাজটি। মালদ্বীপের এমএনএনএফ ফোর্স জানায়, থাইল্যান্ডের ১২ জন ক্রু সদস্য এবং সোমালিয়াল পতাকা বহনকারী জাহাজের মধ্যে ২৫০ টন মাছ পাওয়া গেছে।
মালদ্বীপের নৌ বাহিনীর, এমএনএনএফ জানায়, জরুরী ক্ষেত্রে খাদ্য বা জ্বালানী প্রয়োজন, হলে মালদ্বীপের কোন এলাকায় প্রবেশ করার জন্য একটি বিশেষ অনুমতি প্রয়োজন রয়েছে কিন্তু তারা কোন অনুমতি ছাড়াই মালদ্বীপের এলাকার কাছে প্রবেশ করেছেন কিংবা প্রবেশের চেষ্টা করেছেন। এই জাহাজ গুলি কেন আসল কি কারনে আসলে এটি তদন্তের প্রয়োজন এবং তাই উভয় জাহাজ কোস্ট গার্ডের হেফাজতে মালদ্বীপের রাজধানী মালেতে আনা হয়েছে অদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET