ছাগলনাইয়ার মাষ্টার পাড়া নুরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার পুরষ্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সকালে সম্পন্ন হয়। মাদ্রাসার সভাপতি ও ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক। মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহ-সভাপতি নুরুল আমিন পাটোয়ারী ও জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক আবুল বশর। এসময় উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার আবুল কালাম, দাতা সদস্য কালা মিয়া, অর্থ সম্পাদক নাজমুল হাসান শিমুল, অভিভাবক বৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান করা হয় এবং ২০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
Please follow and like us: